Solution
Correct Answer: Option A
-IC এর পূর্ণরূপ হলো Integrated Circuit. আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়।
-এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট সিলিকন চিপের উপর নির্মান করে জোড়া লাগানো হয়। আই.সি. ব্যাবহারের ফলে সার্কিট অনেক ছোট এবং অধিক কর্মক্ষমতা সম্পন্ন হয়।
-IC-7432 দ্বারা OR গেইটকে বুঝানো হয়
-IC-7408 দ্বারা AND গেইটকে বোঝানো হয়।