Solution
Correct Answer: Option A
-ডেটাবেজ সিস্টেমের ভিত্তি হলো ফিল্ড।
-কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।
-রেকর্ডের প্রতিটি উপাদানকে একেকটি ফিল্ড ধরা হয়।
-ফিল্ড সাধারণত কলামের হেডিং হিসেবে থাকে।
-ডাটা টেবিলের এক একটি কলামকে এক একটি ফিল্ড বলা হয়।
-একটি ফিল্ড সাধারণত একই টাইপের ডাটা স্টোর করে থাকে।
-যেমন: Name ফিল্ড এ সব সময় কারো নাম থাকে।
-এখানে কারো রোল বা আইডি থাকে না।