কম্প্রেস করা ফাইলগুলিকে তাদের আসল অবস্থায় ফিরিয়ে আনতে কোনটি করা হয়?
Solution
Correct Answer: Option A
- কম্পিউটারের পরিভাষায়, কম্প্রেস করা ফাইলগুলিকে তাদের পূর্বের বা আসল অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে Extracting বা আনজিপিং বলা হয়।
- ZIP বা RAR ফরম্যাটের মতো কম্প্রেসড ফাইলগুলো আকারে ছোট থাকে, যা স্টোরেজ বাঁচাতে এবং ইন্টারনেটে দ্রুত স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- এই কম্প্রেস করা ফাইলগুলির ভেতরের ডেটা ব্যবহার করার জন্য, ব্যবহারকারীকে অবশ্যই প্রথমে ফাইলটি Extract করতে হয়।
- অপশনগুলোর মধ্যে Archive এবং Zip বলতে সাধারণত ফাইল কম্প্রেস বা সংকুচিত করার প্রক্রিয়াকে বোঝায়, আর Delete মানে মুছে ফেলা।
- তাই সঠিক উত্তর হলো Extract, কারণ একমাত্র এই প্রক্রিয়ার মাধ্যমেই সংকুচিত ফাইলগুলো পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্য করা যায়।