কম্প্রেস করা ফাইলগুলিকে তাদের আসল অবস্থায় ফিরিয়ে আনতে কোনটি করা হয়?
A Extract
B Archive
C Zip
D Delete
Solution
Correct Answer: Option A
-কমপ্রেস হলো কোনো কিছুকে চাপানো অর্থাৎ সংক্ষিপ্ত করে সংরক্ষণ করা।
-Extract দ্বারা কমপ্রেস করা ফাইল তার পূর্বের অবস্থা প্রাপ্ত হয়।