"N" দিয়ে শুরু হওয়া একটি ডকুমেন্ট ফাইল খুঁজতে, নিচের কোনটি ব্যবহার করা হয়?
A *.*
B *.doc
C N.doc
D N*.doc
Solution
Correct Answer: Option D
File - এর নামের প্রথম letter টি * চিহ্ন দিয়ে তারপর file extension দিলে ®Search Option - এর মাধ্যমে দ্রুত file টি পাওয়া যায়। ডকুমেন্ট এর জন্য Extension হিসেবে .doc, .docx ইত্যাদি ব্যবহার করা হয়।