সার্ভার থেকে তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে কী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয়?

A ওয়েবসাইট  

B ক্লাইন্ট অপটিমাইজার 

C ওয়েব ব্রাউজার   

D ডাটাবেজ

Solution

Correct Answer: Option C

-তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে ওয়েব ব্রাউজার বলে।

-বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো:
ইন্টারনেট এক্সপ্লোয়ার
মজিলা ফায়ারফক্স
নেটস্কেপ নেভিগেটর, ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions