Solution
Correct Answer: Option A
- বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটি গণনার পদ্ধতি, যার ভিত্তি হলো ২।
- এই পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, যা হলো ০ (শূন্য) এবং ১ (এক)।
- বাইনারি সিস্টেমে প্রতিটি স্থানের মান ২ এর ঘাত বা শক্তি (Power of 2) হিসেবে বৃদ্ধি পায়।
- আধুনিক কম্পিউটার এবং ডিজিটাল ইলেকট্রনিক্সে সকল তথ্য ও গণনা এই ০ এবং ১ এর মাধ্যমেই সম্পাদিত হয়।
- আমরা সচরাচর যে দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal System) ব্যবহার করি, তার ভিত্তি হলো ১০, কিন্তু কম্পিউটারের ভাষা হলো বাইনারি।