Anti-Virus গুলোর একটি সীমাবদ্ধতা হচ্ছে -
A মাঝে মাঝে কম্পিউটারের ক্ষতি করে
B যেসকল ভাইরাসের জন্য প্রোগ্রাম করা আছে কেবল সেগুলো ধরতে পারে
C ভাইরাস Definition Update করা যায় না
D নিজেই VIRUS হয়ে যাওয়ার সুযোগ থাকে
Solution
Correct Answer: Option B
- এন্টিভাইরাস সফটওয়্যারের প্রধান সীমাবদ্ধতা হলো এটি সাধারণত Signature-Based Detection পদ্ধতিতে কাজ করে।
- অর্থাৎ, এন্টিভাইরাসের ডাটাবেসে আগে থেকে পরিচিত ভাইরাসের যে সিগনেচার বা প্যাটার্ন সংরক্ষিত থাকে, এটি কেবল সেই ভাইরাসগুলোকেই শনাক্ত করতে পারে।
- কোনো নতুন বা অজানা ভাইরাস (Zero-day virus) আক্রমণ করলে, যার প্যাটার্ন এন্টিভাইরাসের ডাটাবেসে নেই, সেটি শনাক্ত করতে এন্টিভাইরাস ব্যর্থ হতে পারে।
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের সাধারণ কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং Vital Information Resources Under Siege (VIRUS) নামেও পরিচিত।
- ১৯৮০ সালে ফ্রেড কোহেন (Fred Cohen) প্রথম 'VIRUS' শব্দটি ব্যবহার করেন।
- কিছু পরিচিত এন্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ হলো— নরটন (Norton), অ্যাভাস্ট (Avast), ক্যাসপারস্কি (Kaspersky) এবং ম্যাকফি (McAfee)।