গঠনের উপর ভিত্তি করে কয়ভাবে কম্পিউটারকে ভাগ করা যায়?

A ২ ভাগে

B ৬ ভাগে

C ৫ ভাগে

D ৩ ভাগে

Solution

Correct Answer: Option D

- গঠন এবং কার্যনীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।
- এই তিনটি ভাগ হলো: অ্যানালগ কম্পিউটার (Analog Computer), ডিজিটাল কম্পিউটার (Digital Computer) এবং হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।
- অ্যানালগ কম্পিউটার পরিমাপণ নীতির উপর কাজ করে, আর ডিজিটাল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে।
- হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটাল প্রযুক্তির একটি সমন্বিত রূপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions