মাইএসকিউএল হল একটি মুক্ত ভাষার জনপ্রিয় ডাটাবেজ মেনেজমেন্ট সফটওয়ার। এটি প্রথমদিকে মাইএসকিএল একটা সুইডেস কোম্পানি ডেভেলপ করলেও পরে এটি ওরাকল কর্পোরেশন কিনে নেয় তাদের ব্যবহারের জন্য।
● MySQL হচ্ছে একটা Database সার্ভার।
● MySQL হচ্ছে ফ্রী এটা যে কেউ download ও ব্যাবহার করতে পারবে।
● MySQL কে ছোট বা বড় উভয় প্রকারের application এ ব্যাবহার করা যায়।
● MySQL কে বিভিন্ন Platform এ ব্যাবহার করা যায়।
● MySQL স্ট্যান্ডার্ড SQL ভাষাকে সাপোর্ট করে।