Solution
Correct Answer: Option D
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম - যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। এটি কোন প্রচলিত কম্পিউটার নয়। এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং সুনির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রামিং সম্বলত একটি রম থাকে। সেল ফোন, এসি, ECG, CT Scan, MRI, প্রিন্টার, ETT, X-Ray, Stethoscope, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, EVM(Electronic Voting Machine) প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।