‘দেশের জন্য সেবা কর'- এখানে ‘দেশের’ কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option D
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অৰ্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক। ক্রিয়ার সাথে কাকে (দান) দিয়ে প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যায় তাই সম্প্রদান কারক। যেমন: দেশের জন্য সেবা কর। প্রদত্ত উদাহরণে দেশকে সেবা দান করার কথা বলা হয়েছে, যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রদত্ত বাক্যে ‘দেশ' এর সাথে ৬ষ্ঠী বিভক্তি (দেশ+এর) যোগ হওয়ায় এটি সম্প্রদান কারকে ৬ষ্ঠী বিভক্তি।