কোনটির উপর ভিত্তি করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়?
A OSF/1
B Ubuntu
C Linux
D DOS
Solution
Correct Answer: Option D
- DOS এর পুর্ণরুপ Disk Operating Systems.
- IBM কম্পিউটারের DOS কে বলা হয় PC-DOS । IBM ব্যতীত অন্য কম্পিউটারে ব্যবহৃত DOS কে বলা হতো MS-DOS |
- DOS একটি কমান্ড লাইন (Command Line) ভিত্তিক অপারেটিং সিস্টেম যার কোন ইউজার ইন্টারফেস (User Interface) ছিল না।
- এতে মাল্টিপ্রোগ্রামিং করা যায় না অর্থাৎ একসাথে একাধিক প্রোগ্রাম পরিচালনা করা যায় না।
- কেবলমাত্র একক ইউজার (single user) এবং একটি প্রসেসর (single processor) সমর্থন করে।
- পরবর্তীতে DOS কে আপগ্রেড (Upgrade) করা হয় এবং এর ওপর ভিত্তি করেই উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম ডেভেলপ করা হয়।