Solution
Correct Answer: Option A
সঠিক উত্তরটি হলো: A Programming Language
- FORTRAN (Formula Translation) হলো প্রোগামিং জগতের সর্বপ্রথম High Level Programming Language।
- ১৯৫৭ সালে জন ব্যাকাস (John Backus) এই প্রোগ্রামিং ভাষাটি তৈরি করেন।
- এটি মূলত গাণিতিক হিসাব-নিকাশ এবং বৈজ্ঞানিক গবেষণার কাজের জন্য তৈরি করা হয়েছিল।
- একে "Father of Programming Language" বা প্রোগ্রামিং ভাষার জনকও বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলোতে এই ভাষাটির ব্যাপক ব্যবহার শুরু হয়।