সব চেয়ে বেশি মোবাইল তৈরির কারখানা কোন দেশে?

A ভারতে

B চীনে

C ভিয়েতনামে

D হাঙ্গেরিতে

Solution

Correct Answer: Option B

-চীন হল বৃহত্তম মোবাইল তৈরির দেশ। 
-চীনে মোবাইল ফোন তৈরির কারখানাগুলির সংখ্যা প্রায় ৫০০০। 
-এই কারখানাগুলিতে প্রতি বছর প্রায় ১০০ কোটি মোবাইল ফোন তৈরি হয়। 
-চীনের মোবাইল ফোন তৈরির কারখানাগুলিতে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলি, যেমন অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, ওপ্পো, রিয়েলমি এবং ভিভো তাদের মোবাইল ফোন তৈরি করে। 
-সুতরাং, উত্তর হল (খ) চীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions