১১১০১ এর দশমিক মান কত?
A. ২৯
B. ৩৩
C. ২৫
D. ২০
Answer: Option A
Solution(By Myexaminer Team)
-১১১০১ এর দশমিক মান হল ২৯-বাইনারী সংখ্যা পদ্ধতিতে, প্রতিটি অঙ্ককে ২ দিয়ে গুণ করে এবং তারপর অঙ্কগুলিকে যোগ করে দশমিক সংখ্যা পাওয়া যায়।
-উদাহরণস্বরূপ, ১১১০১ সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে, আমরা পাই
১ x ২^4 + ১ x ২^3 + ১ x ২^2 + ০ x ২^1 + ১ x ২^0
= ১৬ + 8 + 4 + 0 + 1
= ২৯
আজ Saturday, December 28, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
গণিত ও মানসিক দক্ষতা | পরীক্ষা-১৫ Time and Distance, Boats and Streams. |
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫১ সাধারণ বিজ্ঞান তড়িৎঃ তড়িৎ প্রবাহ, রোধ, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তাড়িত চৌম্বক আবেশ। ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৪ সাধারণ জ্ঞান |
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) | পরীক্ষা- ১০ বাংলাদেশ বিষয়াবলি
টপিক:
বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, গণ- অভ্যুত্থান ১৯৬৮-৬৯, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ,সেক্টর, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস)। |