(10)16 এর পূর্বের মানটি কত?

A 9

B A

C E

D F

Solution

Correct Answer: Option D

(10)16 এর পূর্বের মান হল (F) । 
-হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, 16টি অঙ্ক ব্যবহার করা হয়: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, এবং F। 
-(10)16 সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে 16 হয়। 
-16-এর পূর্বের সংখ্যা হল 15, যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে F হয়। 
-সুতরাং, (10)16 এর পূর্বের মান হল (F)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions