বাংলাদেশের দীর্ঘতম সেতু ‘পদ্মা ব্রিজ'-এ কয়টি স্প্যান/
সেকশন রয়েছে?
Solution
Correct Answer: Option C
পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা
(শরীয়তপুর) প্রান্তে অবস্থিত ‘পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের
উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। এর দৈর্ঘ্য
৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার
আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। এ সেতুর নির্মাণকারী
প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বহুল
প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।