কোন শাসকের অনুশাসনের সময় এ উপমহাদেশে
আর্যভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায়?
Solution
Correct Answer: Option C
ভারতীয় উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম যে
বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের,
অশোকের অনুশাসনামলের। বগুড়ার মহাস্থানগড়ে যে লিপি
পাওয়া গেছে, তা উভয় প্রাপ্ত লিপির সাথে সাদৃশ্য আছে।
এই লিপিকে ব্রাহ্মী লিপি বলে। ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত
রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে।
যথা: সারদা, নাগর ও কুটিল। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী
লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে।