Solution
Correct Answer: Option B
লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে
অবস্থিত একটি রাষ্ট্র। এর রাজধানী ত্রিপোলি। অন্যদিকে,
সৌদি আরব, লেবানন ও ইসরাইল এশিয়া মহাদেশের
মধ্যপ্রাচ্যে অবস্থিত। দেশ তিনটির রাজধানী যথাক্রমে
রিয়াদ, বৈরুত ও তেল আবিব।