Solution
Correct Answer: Option A
- ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের দ্বারা একীভূত করা সম্ভব হয়। এই চিপকে বলা হয় মাইক্রোপ্রসেসর।
- ১৯৭১ খ্রিষ্টাব্দে ইন্টেল প্রথম একটি মাইক্রোপ্রসেসর তৈরি করেন, এর উদ্ভাবক ছিলেন ড. টেড হফ
- এর নাম ছিল intel 4004 (ইন্টেল ৪০০৪)।
- প্রথম মাইক্রোপ্রসেসরটি কখনও কম্পিউটারে ব্যবহৃত হয়নি, এটির ব্যবহার ছিল ডেস্কটপ ক্যালকুলেটরের মাঝেই সীমাবদ্ধ। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার— Altair-880।