Solution
Correct Answer: Option A
- ASCII এর পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange।
- এটি বহুল প্রচলিত একটি কোড যা মূলত কীবোর্ডের বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে কম্পিউটার ভাষায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
- রবার্ট উইলিয়াম বিমার (Robert William Bemer) ১৯৬৫ সালে এই ৭ বিটের আসকি (ASCII) কোডটি উদ্ভাবন করেন।
- আসকি কোড দুই ধরনের হয়ে থাকে, যথা: ASCII-7 এবং ASCII-8।
- ASCII-7 এর মাধ্যমে ১২৮টি ($$২^৭$$) এবং ASCII-8 এর মাধ্যমে ২৫৬টি ($$২^৮$$) অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- বর্তমানে আসকি কোড বলতে সাধারণত ASCII-8 কেই বোঝানো হয়, যার বামদিকের একটি বিটকে প্যারিটি বিট বলা হয়।