ASCII কোড উদ্ভাবিত হয়-

A ১৯৬৫ সালে

B ১৯৭৬ সালে

C ১৯৮১ সালে

D ১৯৮৯ সালে

Solution

Correct Answer: Option A

- ASCII এর পূর্ণরূপ হলো American Standard Code for Information Interchange
- এটি বহুল প্রচলিত একটি কোড যা মূলত কীবোর্ডের বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে কম্পিউটার ভাষায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
- রবার্ট উইলিয়াম বিমার (Robert William Bemer) ১৯৬৫ সালে এই ৭ বিটের আসকি (ASCII) কোডটি উদ্ভাবন করেন।
- আসকি কোড দুই ধরনের হয়ে থাকে, যথা: ASCII-7 এবং ASCII-8
- ASCII-7 এর মাধ্যমে ১২৮টি ($$২^৭$$) এবং ASCII-8 এর মাধ্যমে ২৫৬টি ($$২^৮$$) অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
- বর্তমানে আসকি কোড বলতে সাধারণত ASCII-8 কেই বোঝানো হয়, যার বামদিকের একটি বিটকে প্যারিটি বিট বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions