Solution
Correct Answer: Option B
- AVG, AVAST, McAfee, Norton Antivirus, Kaspersky, Symantec, ESET NOD32, PANDA, Cobra ইত্যাদি কম্পিউটার জনপ্রিয় এন্টিভাইরাস।
- এন্টিভাইরাস সবসময় এন্টিভাইরাস সার্ভার থেকে আপডেটেড ভাইরাস ডেফিনেশান সংগ্রহ করে এবং সে অনুযায়ী কম্পিউটারের বিভিন্ন ফাইল এনালাইসিস করে।
- Win-pro: এই নামে কোনো সুপরিচিত এন্টিভাইরাস সফটওয়্যার নেই। সম্ভবত এটি অন্য কোনো সফটওয়্যার বা একটি কাল্পনিক নাম। এন্টিভাইরাস সফটওয়্যারের তালিকায় এটি পরিচিত নামগুলোর মধ্যে পড়ে না।