যে কম্পিউটার সফটওয়্যার লিখে এবং পরীক্ষা করে তাকে কী বলে?
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার প্রোগ্রাম লেখেন এবং পরীক্ষা করেন এমন ব্যক্তিকে প্রোগ্রামার (Programmer) বলা হয়।
- প্রোগ্রামাররা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা (যেমন- C, Java, Python) ব্যবহার করে নির্দেশাবলী বা কোড তৈরি করেন যা কম্পিউটার অনুসরণ করে।
- তাদের প্রধান কাজের মধ্যে রয়েছে নতুন সফটওয়্যার তৈরি করার জন্য কোড লেখা এবং সেই কোডে থাকা ভুল বা ত্রুটি (Bugs) খুঁজে বের করে তা সংশোধন করা।
- একজন প্রোগ্রামার সফটওয়্যারটির কার্যকারিতা নিশ্চিত করার জন্য পরীক্ষামূলকভাবে সেটি চালিয়ে দেখেন, যাকে টেস্টিং বলা হয়।
- বর্তমানে সফটওয়্যার উন্নয়ন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রোগ্রামারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- অন্যদিকে, সিস্টেম এনালিস্ট সিস্টেমের পরিকল্পনা করেন এবং কোয়ালিটি টেস্টার শুধুমাত্র সফটওয়্যারের মান যাচাই করেন, কিন্তু মূল কোড লেখার দায়িত্ব প্রোগ্রামারের ওপরই থাকে।