বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?
A শব্দ
B কারক
C ক্রিয়াপদ
D পদ
Solution
Correct Answer: Option D
বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত
প্রত্যেকটি শব্দই এক একটি পদ। যেমন: সাদিয়া বই
লেখে। এখানে 'সাদিয়া’ ও ‘বই’ বিশেষ্য পদ এবং ‘লেখা
ক্রিয়া পদ।