কোন বিদেশী মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন?
A জ্যা পল সাত্রে
B ক্লডে সিমোন
C ডব্লিউ এ এস ওডারল্যান্ড
D কেউ নয়
Solution
Correct Answer: Option C
- ডব্লিউ এ এস ওডারল্যান্ড (W.A.S. Ouderland) ছিলেন একজন ডাচ-অস্ট্রেলিয়ান নাগরিক এবং ১৯৭১ সালে বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
- তিনি একমাত্র বিদেশি নাগরিক যাকে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে।
- তিনি ২ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।