বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
A পাল বংশ
B সেন বংশ
C ভূইয়া বংশ
D শূর বংশ
Solution
Correct Answer: Option A
- বাংলার প্রথম দীর্ঘস্থায়ী ও শক্তিশালী রাজবংশ ছিল পাল বংশ।
- এটি অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে গোপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- পাল বংশ প্রায় ৪০০ বছর (প্রায় ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ১১৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) টিকে ছিল।
- এটি বাংলার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত।