একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তি নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা কোন রেজিস্টার নির্দেশ করে?
 

A অ্যাকিউমুলেটর    

B প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার   

C মেমরি অ্যাড্রেস রেজিস্টার 

D ইন্সট্রাকশন রেজিস্টার 

Solution

Correct Answer: Option B

- প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে মেমোরি অ্যাড্রেসের পর্যায়ক্রম সংরক্ষিত থাকে।
- একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ মেমোরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।
- অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে সব সময় পরবর্তী নির্দেশের অ্যাড্রেস থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions