‘বাঙালি’ নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
A. বগুড়া
B. ফরিদপুর
C. গোপালগঞ্জ
D. কুড়িগ্রাম
Answer: Option A
Solution(By Myexaminer Team)
বাঙালি নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে। উৎস থেকে নদীটি ঘাঘট নামে গাইবান্ধায় প্রবাহিত হয়। গাইবান্ধায় এসে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়- একটি শাখা পশ্চিমে ঘাঘট নামে প্রবাহিত হয়ে শেরপুরে করতোয়া নদীতে গিয়ে পড়ে; অপর শাখা বাঙালি নামে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে বগুড়ায় আবারো দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখা দুটি যথাক্রমে যমুনা ও করতোয়ায় গিয়ে পড়ে। বাঙালি নদীর অনেক শাখা নদী আছে যথা: বেলাল, মানস, মধুখালি, ইছামতি, ভলকা এবং অন্যান্য। এই শাখাগুলো শীতের মৌসুমে শুকিয়ে যায়। সাম্প্রতিককালে তিস্তা নদীর প্রবাহ দূর্বল হয়ে যাওয়ায়, যমুনা বাঙালি নদীর পানির প্রধান উৎসে পরিণত হয়েছে।
আজ Friday, December 27, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫০ সাধারণ বিজ্ঞান শব্দ ও তরঙ্গঃ শব্দের তীক্ষ্ণতা, শব্দ সঞ্চারণ, শব্দের দ্রুতি, প্রতিধ্বনি, শ্রাব্যতার পাল্লা ,ডপলার ক্রিয়া, তাপ ও তাপগতিবিদ্যা। আলোঃ আলোর প্রকৃতি, আলোর কোয়ান্টাম তত্ত্ব, তাড়িত চৌম্বক বর্ণালী, দৃশ্যমান আলো, লেজার (LASER) , আলোর প্রতিফলন, দর্পণ, বিম্ব, আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ, রঙধনু বা রামধনু, আলোর বিক্ষেপণ, মৌলিক বর্ণ, পরিপূরক বর্ণ, আলোর শোষণ, প্রতিফলন ও বস্তুর বর্ণ, মানুষের চোখ ক্যামেরা, দৃষ্টি সহায়ক যন্ত্র। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৩ English |
জব সলিউশন | জব সল্যুশন- ৪৪০ ২০২৪ সালের জানুয়ারি মাসের যেকোনো একটি প্রশ্ন সেট থেকে। |
(ATEO) নিয়োগ⎯ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রস্তুতি | পরীক্ষা - ২ সাধারণ জ্ঞান বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ, বাংলার প্রাচীন জনপদ, বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক |