Solution
Correct Answer: Option C
কম্পিউটার বিজ্ঞান এবং আইসিটি (ICT) অনুসারে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি প্রধানত ৪ প্রকার।
যথা: ১. দশমিক (Decimal): ভিত্তি ১০ (অঙ্ক ০-৯)
২. বাইনারি (Binary): ভিত্তি ২ (অঙ্ক ০, ১)
৩. অক্টাল (Octal): ভিত্তি ৮ (অঙ্ক ০-৭)
৪. হেক্সাডেসিমেল (Hexadecimal): ভিত্তি ১৬ (অঙ্ক ০-৯ এবং A-F)