Which number system is used to store data in a computer?
Solution
Correct Answer: Option B
কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিদ্যুতের উপস্থিতির ওপর ভিত্তি করে কাজ করে। কম্পিউটারের অভ্যন্তরীণ সার্কিট বা ট্রানজিস্টরগুলোর কেবল দুটি অবস্থা থাকতে পারে:
১. বিদ্যুৎ আছে বা সুইচ অন (ON) = 1
২. বিদ্যুৎ নেই বা সুইচ অফ (OFF) = 0 যেহেতু এই যন্ত্রটি কেবল ০ এবং ১ (দুটি অঙ্ক) বুঝতে পারে, তাই কম্পিউটারে ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য বাইনারি (Binary) বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
অন্য অপশনগুলোর ব্যবহার:
-Decimal: এটি মানুষের ব্যবহারের জন্য (০-৯)।
-Octal & Hexadecimal: এগুলো মূলত বাইনারি কোডকে মানুষের কাছে সহজে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু হার্ডওয়্যারে ডেটা স্টোর করার মূল পদ্ধতি বাইনারিই থাকে।