দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট -এর আউটপুট শূন্য হয় যখন...... হয় ।  

A  উভয় ইনপুট শূন্য 

B  যে কোনো একটি ইনপুট শূন্য 

C  উভয় ইনপুট 'I' 

D  যে কোনো একটি ইনপুট 'I' 

Solution

Correct Answer: Option A

-অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।

-অর গেইটের যেকোন একটি ইনপুট হাই (লজিক্যাল 1) হলে এর আউটপুট হাই (লজিক্যাল 1) হবে। সকল ইনপুট লো (লজিক্যাল 0) হলে এর আউটপুট লো হবে (লজিক্যাল 0) ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions