-->
 

    পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তি (NPT) কখন স্বাক্ষরিত হয়?

A.    ১৯৬৩ সালে

B.    ১৯৬৭ সালে

C.    ১৯৬৮ সালে

D.    ১৯৭০ স  

Answer: Option D

Solution(By Myexaminer Team)
 

১৯৭০ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ একটি প্রস্তাবে (‘The Prohibition of the Emplacement of nuclear weapons and other weapons of mass destruction on the sea-bed and the ocean floor and the subsoil thereof’) অনুমোদিত হয়। প্রস্তাবের পক্ষে ১০৪টি এবং বিপক্ষে ২টি ভোট পড়ে। ১৯৭১ সালের ১১ ফেব্রুয়ারি ঐ প্রস্তাব অনুসারে মস্কো, লন্ডন ও ওয়াশিংটনে চুক্তিস্বাক্ষরের অনুষ্ঠান হয়। সাধারণ পরিষদের ৩০তম অধিবেশনে সোভিয়েত ইউনিয়ন জল, ভূগর্ভ, মহাশূন্যে আণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ বন্ধ রাখার একটি প্রস্তাব পেশ করে। ৯৪-২ ভোটে ঐ বিষয়ে সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত হয়।

আজ Friday, December 27, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।

কোর্সের নাম পরীক্ষার নাম ও সিলেবাস
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) পরীক্ষা-১৫০

সাধারণ বিজ্ঞান

শব্দ ও তরঙ্গঃ শব্দের তীক্ষ্ণতা, শব্দ সঞ্চারণ, শব্দের দ্রুতি, প্রতিধ্বনি, শ্রাব্যতার পাল্লা ,ডপলার ক্রিয়া, তাপ ও তাপগতিবিদ্যা।

আলোঃ আলোর প্রকৃতি, আলোর কোয়ান্টাম তত্ত্ব, তাড়িত চৌম্বক বর্ণালী, দৃশ্যমান আলো, লেজার (LASER) , আলোর প্রতিফলন, দর্পণ, বিম্ব, আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ, রঙধনু বা রামধনু, আলোর বিক্ষেপণ, মৌলিক বর্ণ, পরিপূরক বর্ণ, আলোর শোষণ, প্রতিফলন ও বস্তুর বর্ণ, মানুষের চোখ ক্যামেরা, দৃষ্টি সহায়ক যন্ত্র।
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। পরীক্ষা – ৬৩

English
Vocabulary (Word Meaning, Synonym, Antonym, Spelling) (H - O)

জব সলিউশন জব সল্যুশন- ৪৪০
২০২৪ সালের জানুয়ারি মাসের যেকোনো একটি প্রশ্ন সেট থেকে।
(ATEO) নিয়োগ⎯ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রস্তুতি পরীক্ষা - ২
সাধারণ জ্ঞান
বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ, বাংলার প্রাচীন জনপদ, বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক
নোটঃ আমাদের প্রতিটি প্রশ্ন আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ। মনোযোগী থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে যেতে থাকুন আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে। সাফল্য আসবেই! আমাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অ্যাপ -এ পাবেন। অ্যাপ-এ প্রতিটি প্রশ্ন ও ব্যাখ্যা যদি ভালোভাবে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ যেকোন পরীক্ষায় ৭০%-৮০% কমন পাবেন। Download App PDF রুটিন