মায়ানমারের বিরোধী দলনেত্রী অংসান সুচীর রাজনৈতিক দল কোনটি?
A দি ডেমোক্রেসি
B ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
C মায়ানমার ডেমোক্রেটিক দল
D মায়ানমার জাত্তা দল
Solution
Correct Answer: Option B
- ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (National League for Democracy - NLD) হল মায়ানমারের একটি প্রখ্যাত রাজনৈতিক দল।
- এই দলটি ১৯৮৮ সালের ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বখ্যাত নেত্রী অংসান সুচি (Aung San Suu Kyi)।
- দলটির মূল লক্ষ্য হলো মায়ানমারে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা পূর্বে দীর্ঘকাল সামরিক শাসনের অধীনে ছিল।
- ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে দলটি বিশাল জয়লাভ করে, কিন্তু সামরিক সরকার সেই ফলাফল মেনে নেয়নি এবং অংসান সুচিসহ বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
- ২০১৫ সালের নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আবারও ভূমিধস বিজয় অর্জন করে এবং ২০১৬ সালে মায়ানমারে সরকার গঠন করে।