গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?

A প্রশান্ত মহাসাগর

B আটলান্টিক মহাসাগরে

C ভারত মহাসাগর

D পারস্য মহাসাগরে

Solution

Correct Answer: Option A

পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
  • প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
  • গড় গভীরতা - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
  • প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় ২৫ হাজার, যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়ে বেশি। 
  • পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত এই মহাসাগরে। ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions