বাংলা ভাষার মৌলিক অংশ রয়েছে, এগুলো কী কী?
A ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
B শব্দ, ধ্বনি, সমাস
C অনুসর্, উপসর, শব্দ
D ধ্বনি, শব্দ, বর্ণ
Solution
Correct Answer: Option A
প্রতিটি ভাষার চারটি মৌলিক অংশ থাকে।
যথা -
- ধ্বনি (Sound);
- শব্দ (Word);
- বাক্য (sentence);
- অর্থ (meaning)।