সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে।
এগুলো হলো: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন।
- সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি।
- দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি
- সবচেয়ে ছোট গ্রহ বুধ।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- শুক্র গ্রহের কোন বায়ুমণ্ডল নেই।
বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। পৃথিবীর ১ টি, মঙ্গলের ২টি, বৃহস্পতির ৬৭টি, শনির ৬২টি, ইউরেনাসের ২৭ টি এবং নেপচুনের ১৪টি প্রকৃতিক উপগ্রহ রয়েছে।
প্লুটো, এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে সৌরজগতের আরো কয়েকটি বামন গ্রহ আছে৷