পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃকনিবাস কোথায়?

A গাইবান্ধা

B যশোর

C ময়মনসিংহ

D কিশোরগঞ্জ

Solution

Correct Answer: Option D

সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তাঁর পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তাঁর নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র-
- পথের পাঁচালি,
- অপুর সংসার,
- অপরাজিত,
- পরশপাথর,
-জলসাঘর ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions