হার্ড ডিস্ক মাপার একক হল-
A. কিলোবাইট
B. মেগাবাইট
C. গিগাবাইট
D. টেরাবাইট
Answer: Option C
Solution(By Myexaminer Team)
কম্পিউটার এর মেমরি মাপার যে একক আছে সে গুলো দিয়ে হার্ড ডিস্ক পরিমাপ করা যায়।বর্তমানে যে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করা হয়, তাতে সাধারণত গিগা বাইট বা tera বাইট এই একক এ হার্ডডিস্ক গুলো হয়। 1 tera বাইট=1024 গিগা বাইট।আরো কিছু একক জেনে নিনঃ
৮ বিট = ১ বাইট
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট
১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট
আজ Saturday, December 28, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
গণিত ও মানসিক দক্ষতা | পরীক্ষা-১৫ Time and Distance, Boats and Streams. |
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫১ সাধারণ বিজ্ঞান তড়িৎঃ তড়িৎ প্রবাহ, রোধ, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, তাড়িত চৌম্বক আবেশ। ইলেকট্রনিক্সঃ P টাইপ ও n টাইপ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী ডায়োড, অ্যাডাপ্টার, ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার, সমন্বিত বর্তনী। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৪ সাধারণ জ্ঞান |
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) | পরীক্ষা- ১০ বাংলাদেশ বিষয়াবলি
টপিক:
বাংলাদেশের ইতিহাসঃ ১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত( বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, গণ- অভ্যুত্থান ১৯৬৮-৬৯, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ,সেক্টর, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস)। |