কম্পিউটার ভাইরাস-এর পূর্ণ রূপ কী?
A VIRUS-Vital Information Resources Under siege
B VIRUS-Very Information Resources Under size
C VIRUS-Very Info Resources Under size
D none of theme
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার ভাইরাসের পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege।
- এটি এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটারের ভালো প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়।
- ভাইরাস নিজে নিজেই তার প্রতিলিপি (Copy) তৈরি করতে বা নিজস্ব সংখ্যাবৃদ্ধি করতে পারে।
- ১৯৭১ সালে বব থমাস (Bob Thomas) প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি করেন যা 'Creeper' নামে পরিচিত ছিল।
- ১৯৮৩ সালে ফ্রেডরিক কোহেন (Fred Cohen) সর্বপ্রথম এই ক্ষতিকারক প্রোগ্রামকে 'VIRUS' নামকরণ করেন।
- কয়েকটি জনপ্রিয় কম্পিউটার ভাইরাসের উদাহরণ হলো— CIH, Creeper, Code Red, ILOVEYOU প্রভৃতি।