যে অপারেটিং সিস্টেমে একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে বলা হয় -
A ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।
B ইন্টার-একটিভ মোড।
C মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম।
D মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম।
Solution
Correct Answer: Option A
- যে অপারেটিং সিস্টেমে একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম বলে।
- ব্যাচ প্রসেসিং (বা ব্যাচ মােড) অপারেটিং সিস্টেমে একটি নির্দিষ্ট সময়ে একটি প্রােগ্রাম অথবা কিছু সময়ব্যাপী সংগৃহীত ডেটা প্রসেস করার পর অন্য আরেকটি প্রোগ্রাম বা ডেটা একসঙ্গে প্রসেস করা হয়।
- কম্পিউটারকে সচল রেখে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে যে সফটওয়্যার প্রয়োজন হয় তাকে অপারেটিং সিস্টেম (Operating System) বলে। - একটি কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেমের কাজ শুরু হয়।