ডেটাবেজ থেকে তথ্য অনুসন্ধানের জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়?

A CSS

B XML

C HTML

D SQL

Solution

Correct Answer: Option D

-ডেটাবেজ থেকে তথ্য অনুসন্ধানের জন্য SQL ব্যবহৃত হয়। SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডেটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।

- SQL যে সকল কাজ করার জন্য ব্যবহৃত হয়-
- ডেটা কুয়েরি করা।
- ডেটা সন্নিবেশ।
- আপডেট বা মুছে ফেলা।
- ডেটাবেজ অবজেক্ট তৈরি।
- সংশােধন বা মুছে ফেলা।
- ডেটাবেজ অবজেক্ট এ্যাকসেস নিয়ন্ত্রণ।
- ডেটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি কাজ সম্পাদন করা যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions