আধুনিক মোবাইল ফোনের জনক কে?
A আলেকজান্ডার গ্রাহাম বেল
B মার্টিন কুপার মটোরলা
C চার্লস ব্যাবেজ
D ডেনিস রিচি
Solution
Correct Answer: Option B
-সেলুলার ফোনের ইতিহাস শুরু হয় ১৯২০ সালে, মোবাইল রেডিও আবিস্কারের পর।
-১৯৪০ সালে মার্টিন কুপার মটোরলা (সিলিকন ভ্যালি কোম্পানীর প্রতিষ্ঠাতা) আধুনিক মোবাইল ফোন আবিস্কার করেন। তাই তাকে মোবাইল ফোনের জনক বলা হয়।
-১৯৫০ সালে ইউরোপ ও ২য় বিশ্বযুদ্ধ চলাকালিন সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার
শুরু করে।