Solution
Correct Answer: Option B
- মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরটি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত বিভিন্ন রাজবংশের অধীনে নির্মিত হয়েছে।
- তবে, চীনের প্রথম সম্রাট শি হুয়াঙের(Shih Huang-ti) অধীনে নির্মিত প্রাচীরটিই সবচেয়ে বিখ্যাত। শি হুয়াঙ ২২০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীরটি নির্মাণ করেন।