The Great Wall of China was built by-

A Li-tai-pu

B Shih Huang-ti

C Lao-tze

D Confucius

Solution

Correct Answer: Option B

- মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হিসেবে পরিচিত চীনের মহাপ্রাচীরটি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত বিভিন্ন রাজবংশের অধীনে নির্মিত হয়েছে।
- তবে, চীনের প্রথম সম্রাট শি হুয়াঙের(Shih Huang-ti) অধীনে নির্মিত প্রাচীরটিই সবচেয়ে বিখ্যাত। শি হুয়াঙ ২২০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীরটি নির্মাণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions