Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 

এমএস ওয়ার্ডে কোনটির সাহায্যে নতুন প্যারাগ্রাফ তৈরি করা হয়? 

A  Enter 

B  Tab 

C  End 

D  Ctrl 

Solution

Correct Answer: Option A

- MS-Word এ একটি প্যারাগ্রাফ তৈরির জন্য Enter key press করতে হয় ।
- কম্পিউটারের কাছে প্যারাগ্রাফের অর্থ হচ্ছে  এন্টার কী চাপ দিয়ে লাইন শুরু করা ।
- একটি লাইন টাইপ করে এন্টার কী চাপ দিয়ে পরের লাইন টাইপ করলে কম্পিউটার দ্বিতীয় লাইনটিকে নতুন প্যারাগ্রাফ হিসেবে গণ্য করবে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions