'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' কি অর্থে বাক্যে ব্যবহৃত হয়েছে?
A বদন
B মর্যাদা
C প্রতিবিম্ব
D বদন-গহবর
Solution
Correct Answer: Option C
- 'আয়নায় মুখ দেখ না' এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।
- আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায়, তাকেই 'মুখ' বলা হয়েছে।
- সুতরাং এখানে 'মুখ' শব্দটি প্রতিবিম্ব অর্থে ব্যবহৃত হয়েছে।