"এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম" - বাক্যটিতে 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A কর্মে ষষ্ঠী
B করণে ষষ্ঠী
C নিমিত্তার্থে ষষ্ঠী
D সম্প্রদানে ষষ্ঠী
Solution
Correct Answer: Option C
- 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।' প্রদত্ত বাক্যে আমরা যদি প্রশ্ন করি, কীসের জন্য সংগ্রাম? তাহলে উত্তর পাই, স্বাধীনতার জন্য সংগ্রাম বা স্বাধীনতার নিমিত্তে সংগ্রাম।
- এখানে "স্বাধীনতা' এর সাথে ৬ষ্ঠী বিভক্তি 'র/এর' যুক্ত হয়েছে। সুতরাং এটি নিমিত্তার্থে ৬ষ্ঠী।