কাঁধ থেকে কটি পর্যন্ত - এক কথায় প্রকাশ?
A পাঁচধর
B আগধর
C ধটিক
D ধট
Solution
Correct Answer: Option B
কাঁধ থেকে কটি পর্যন্ত এর এক কথায় প্রকাশ- আগধর।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
• ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা
• যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক
• দিনে একবার আহার করে যে- একাহারী
• উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
• যে নারী বীর- বীরাঙ্গনা।