What is the term for the area where the river meets the ocean?
Solution
Correct Answer: Option B
Estuary - নদী ও সাগরের সংযোগ স্থানকে মোহনা বলে।
Fjords - সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ তার উপত্যকাকে অনেক সময় এত গভীরভাবে ক্ষয় করে যে সেটি সমুদ্রের পৃষ্ঠতল থেকেও নীচু হয়ে যায়। পরে বরফমুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায়। জলমগ্ন এরকম উপত্যকাকে সমুদ্রের খাঁড়ি বলে।
Delta - নদীর নিম্নগতিতে মোহনার সন্নিকটে সঞ্চয়কার্যের ফলে যে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেন্টার মতো ভূমিরূপ গঠিত হয়, তাকে ব-দ্বীপ বলে।
Inlet - নদীর অধিক বিস্তৃত মোহনাকে খাঁড়ি বলে।