Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
এমএস ওয়ার্ডে নতুন পেইজ ওপেন করার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে-

A Shift+N

B Alt+W

C Ctrl+W

D Ctrl+N

Solution

Correct Answer: Option D

• এমএস ওয়ার্ডে নতুন পেইজ ওপেন করার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl + N.

এমএস ওয়ার্ডের আরো কিছু Keyboard শর্টকাট - 
- CTRL + C: কপি। 
- CTRL + X: কাট। 
- CTRL + V: পেস্ট। 
- CTRL + Z: আনডু। 
- CTRL + B: অক্ষর বোল্ড করা। 
- CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা। 
- CTRL + I: অক্ষর ইটালিক করা। 
- CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া। 
- CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া। 
- CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions